কর কমিশনার পরিচিতিঃ
জনাব মোঃ ইকবাল হোসেন ১২ জুলাই, ২০২০ খ্রি. তারিখে কর কমিশনার হিসেবে বৃহৎ করদাতা ইউনিট, ঢাকায় যোগদান করেন। ইতোপূর্বে তিনি কর কমিশনার হিসেবে কর অঞ্চল-১, চট্টগ্রামে কর্মরত ছিলেন। জনাব হোসেন ২৫ এপ্রিল, ১৯৯৪ খ্রি. তারিখে সহকারী কর কমিশনার পদে বাংলাদেশ সিভিল সার্ভিস (কর ক্যাডার) এ যোগদান করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ হতে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি সাউদার্ন বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। জনাব হোসেন জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর অনুবিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ১৭ সেপ্টেম্বর, ২০১২ খ্রি. হতে ৩০ অক্টোবর, ২০১৩ খ্রি. পর্যন্ত তিনি প্রথম সচিব (করনীতি) হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালের ২৮ আগস্ট জনাব হোসেন কর কমিশনার পদে পদোন্নতি প্রাপ্ত হয়ে কর অঞ্চল খুলনায় যোগদান করেন। পরবর্তীতে তিনি সদস্য, আপিলাত ট্রাইবুনাল হিসেবে ১১ মার্চ, ২০১৮ খ্রি. তারিখে চট্টগ্রামে যোগদান করেন।